Monday 12 February 2018

gn / gl - শব্দ ও তাদের উচ্চারণ

GN

Ragno = রানিও 
Falegname = ফালেনিয়ামে 
Montagna = মোনতানিয়া 
Gnomo = নিওমো 
Compagna = কোমপানিয়া 
Lavagna = লাভানিয়া 
Castagno = কাস্তানিও 
Stagno =স্তানিও 
Lasagno = লাসানিও 
Bagnino = বানিনো 
Cigni =  চিনি 



GL 

Foglie = ফোলিয়ে / ফলিয়ে   
Foglio = ফোলিও / ফলিও 
Portafoglio = পোর্তাফোলি
Taglio = তালি  
Coniglio = কোনিলিও / কোনিল্লিও 
Ventaglio = ভেন্তাল্লিও 
Voglio = ভলিও 
Scoglio = স্কোলিও 
Sbaglio = স্বালিও 
Squaglio = স্কুয়ালিও 
Aglio = আলিও 
Meglio = মেল্লিও / মেলিও 
Veglio = ভেলিও 
Sveglio = স্ভেলিও 
Risveglio = রিস্ভেলিও 
Nascondiglio = নাসকোনদিলিও 
Consiglio = কোনসিলিও 
Sbadiglio = স্বাদিলিও  
Luglio = লুলিও 
Intruglio = ইনত্রুলিও 
Cespuglio = চেসপুলিও 





gia / gio / giu / ghi - শব্দ ও তাদের উচ্চারণ

<gia> / <gio> / <giu> / <ghi> শব্দ ও তাদের উচ্চারণ



<gia> = জা   [ কখনই জিয়া নয় ]

উদাহরণ - 

Giacca =  জাক্কা 
Reggia = রেজ্জা 
Pioggia = পিওজ্জা 


<gio> = জো  [ কখনই জিও নয় ]

উদাহরণ -

Giorno = জোরনো / 
Giocco =জোক্কো / ক্কো 
viaggio = ভিয়াজ্জো  
Giocare = কারে 
Gioco = কো 
Giocato = কাতো 
Giancarlo = জানকার্লো 
Giacomo = জাকোমো 
Paggio = পাজ্যো / পাজ্জো 
Giocattolo = কাত্তোলো 
Giostra = সত্রা
Giorgino = জোরজিনো 
Giochi = কি 

<giu> = জু   [ কখনই জিউ নয় ]

উদাহরণ - 
Giudice = জুদিচে 
Giunge = জুনজে 
Giunse = জুনশে 



<ghi> = ঘি / গি 
উদাহরণ - 

Laghi - লাঘি 
Lunghi - লুনঘি 
Conchighlia = কনকিলিয়া

Thursday 25 January 2018

আমি বিভিন্ন দেশের সিনেমা দেখতে দেখতে প্রথম সেই সব দেশের ভাষার প্রতি আকৃষ্ট হই এবং তারপর আমি বিভিন্ন দেশের ভাষা শিখতে চেষ্টা করি। যদিও বিভিন্ন দেশের ভাষা একসাথে জানা বা শেখা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ , কিন্তু তাও যেসকল ভাষা খুব কাছাকাছি , সেগুলো মানুষ ইচ্ছে করলে রপ্ত করতে পারে। যেমন - আমাদের বাংলা ও হিন্দি। ঠিক সেরকমই - ইতালিয়ান ও ফ্রেঞ্চ। 

Monday 15 January 2018

Chapter 01 / Class 01(a) : Open and Close Sounds


Chapter 01 / Class 01(b) : Stress and Accent


সম্বন্ধ ( পরিবার ও অন্যান্য )

বাবা মা ভাই বোন ছেলে মেয়ে পুত্র কন্যা দাদু / ঠাকুর্দা দিদিমা / দিদা / ঠাকুমা ভাইপো ভাইঝি ভাগ্নী কাকা কাকিমা স্বামী স্ত্রী বিবাহিত বিবাহিতা বিধবা Divorced Separated সৎ মা সৎ বাবা সৎ ভাই সৎ বোন 


পড়াশোনা , বিদ্যালয় (স্কুল) , মহাবিদ্যালয় (কলেজ) , বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি) . . .


Chapter 02 / Class 03


Friday 8 December 2017

Chapter 02 / Class 01

আমরা যখনই কোনো বিদেশী ভাষা শিখতে যাই , সেই ভাষার কিছু খুব common verb / ক্রিয়া থাকে , যেগুলো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করব । সেই ক্রিয়াপদ-গুলো দিয়েই আমাদের শেখা শুরু হয় ।
আমরা ইতালিয়ান verb-গুলোকে ২ভাবে ভাগ করি ।
১। রেগুলার (Regular) ,   এবং ২। ইরেগুলার (Irregular) ,
এবং রেগুলার ভার্ব (Regular verb)-কে আমরা আবার ৩ ভাগে ভাগ করি, ভার্বের ৩ রকম ending-এর ওপর ভিত্তি করে। সেগুলো হল - '-are' ending , '-ere' ending , এবং '-ire' ending
-are Ending Verbs ( -are এন্ডি ং ভার্ব)

PARLARE ( পার্লারে ) = কথা বলা ।  এখানে শব্দটার শেষের '-are' অংশটা হল এর ending / stem এবং সেটা বাদ দিয়ে তার সামনের বাকি অংশটা হল root. Regular verb-এর CONJUGATION-এর সময় এই root অংশটার কোন পরিবর্তন হয় না। শুধুমাত্র ending-er '-are'-র জায়গায় আলাদা আলাদা বর্ণ / letter বসে। 


যথা - 

আমি বলি    - io parlo

তুমি বল       - tu parli

সে বলে        - lui / lei / Lei parla  **

আমরা বলি - noi parliamo 

তোমরা বল - voi parlate 

তারা বলে    - loro parlano 


** lui = সে (পুরুষ) , lei = সে (স্ত্রী) , Lei ( সবক্ষেত্রে L capital ) = আপনি।

অর্থাৎ আমাদের এইভাবে মনে রাখতে হবে / মুখস্থ রাখতে হবে - 

Conjugation Table                Ending
PARL                                   O    
PARL                                     I
PARLA                                    A
PARLIAMO                           IAMO
PARLATE                              ATE
PARLANO                             ANO

বাক্যে উদাহরণ - 

আমি ইতালিয়ান ভাষায় কথা বলি - Io parlo italiano.
তারা          ইংরাজি       বলে             - Loro parlano inglese.


এবারে এই parlare verb-এর pattern অনুযায়ী are ending-এর অন্যান্য রেগুলার verb-এর একদম একই conjugation হবে।

abitare ( বাস করা ) > abito / abiti / abita / abitiamo / abitate / abitano

aiutare ( সাহায্য করা ) > aiuto / aiuti / aiuta / aiutiamo /aiutate / aiutano

arrivare ( পৌঁছানো ) > arrivo / arrivi / arriva / arriviamo / arrivate / arrivano

aspettare ( অপেক্ষা করা ) aspetto / aspetti / aspetta / aspettiamo /aspettate / aspettano 

comprare ( কেনা ) > compro / compri / compra / compriamo / comprate / comprano

entrare ( প্রবেশ করা ) > entro / entri / entra / entriamo / entrate / entrano

guardare ( দেখা ) > guardo / guardi / guarda / guardiamo / guardate / guardano

guidare ( গাড়ি চালানো) > guido / guidi / guida / guidiamo / guidate / guidano

lavorare ( কাজ করা ) > lavoro / lavori / lavora / lavoriamo / lavorate / lavorano

pensare ( চিন্তা করা ) > penso / pensi / pensa / pensiamo / pensate / pensano

portare ( আনা/বহন করা ) > porto / porti / porta / portiamo / portate / portano

tornare ( ফেরা ) > torno / torni / torna / torniamo / tornate / tornano

trovare ( খুঁজে পাওয়া ) > trovo / trovi / trova / troviamo / trovate / trovano 









Thursday 10 August 2017

PAST PARTICIPLE / PASSATO PARTICIPO

PAST PARTICIPLE / PASSATO PARTICIPO

ইংরাজিতে যেমন বেশীরভাগ VERB-এর সাথে ed যোগ করে PAST PARTICIPLE form তৈরি করা হয় , ইতালিয়ানে তেমনি verb-er শেষে to/তো যোগ করে PASSATO PARTICIPO form তৈরি করা হয় , যদিও এটুকু ছাড়াও অন্য আরও অনেক কিছুর পরিবর্তন হয়,
সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব।

নিয়ম –

ইতালিয়ান রেগুলার verb-এর PAST PARTICIPLE form তৈরি করার জন্য , তাদের –ARE , -ERE , -IRE এন্ডিং ড্রপ করা হয় , এবং তার জায়গায় ATO , -UTO , -ITO অ্যাড করা হয়।

যেমন –
andare
যাওয়া
to go
andato (আন্দাতো )
arrivare
পৌঁছানো
to arrive
arrivato (আররিভাতো)
diventare
হওয়া
to become
diventato (দিভেনতাতো)
entrare
প্রবেশ করা
to enter
entrato (এন্ত্রাতো)
restare
(উপস্থিত) থাকা
to stay
restato (রেসতাতো)
stare
(উপস্থিত) থাকা
to stay
stato (স্তাতো)
tornare
ফিরে আসা/ যাওয়া
to return
tornato (তোরনাতো)
cadere
পড়ে যাওয়া
to fall
caduto (কাদুতো)




partire
চলে যাওয়া
to leave/depart
partito (পারতিতো)
uscire
বাইরে যাওয়া
to go out
uscito (উসশিতো)
capire
কোন কিছু বোঝা
to understand
capito (কাপিতো)
vestire
জামাকাপড় পড়া
to dress
vestito (ভেসতিতো)



essere (এসসেরে)
 হওয়া
to be
stato (স্তাতো)
morire ( মোরিরে)
 মারা যাওয়া
to die
morto (মরতো)
venire ( ভেনিরে )
 আসা
to come
venuto (ভেনুতো)
succedere (সুচ্চেদেরে)
 কোনো কিছু ঘটা
to happen
successo (সুচচেশো)
nascere (নাসেরে)
 জন্মানো
to be born
nato (নাতো)
rimanere (রিমানেরে)
 থাকা 
to remain
rimasto (রিমাস্তো)











Chapter 01 / Class 01(c) : Punctuation Marks

আমরা ইংরাজিতে যে যে punctuation marks ব্যবহার করি, ইতালিয়ান ভাষাতেও সেগুলি আছে ।  চিহ্নগুলোর ইতালিয়ান নাম এখানে দেওয়া হল - .  = punto  ...

এগুলোও দেখুন > >